বাড়ছে জল্পনা, আগামী মাসে রাজ্যে আসতে পারেন প্রহ্লাদ মোদী

রাজ্যে তার আগমন নিয়ে ঘনীভূত হচ্ছে জল্পনা। বরাবরই কেন্দ্র সরকার আর প্রধান মন্ত্রীর বিরুদ্ধে সরব থাকেন তিনি। দাদা প্রধানমন্ত্রী হলেও একাধিকবার মোদী সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। এতদিন ধরে মূলত দিল্লিতেই তাঁর বিরোধ দেখা গিয়েছে। তবে এবার হয়তো সেই প্রতিবাদ রাজধানী ছাড়িয়ে ছড়িয়ে পড়তে চলেছে দেশের অন্য প্রান্তে। সব যদি ঠিক থাকে তাহলে আগামী মাসেই বাংলায় আসতে চলেছে নরেন্দ্র মোদীর ভাই! মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসে নিজের ভাইয়ের সরকারের বিরুদ্ধে কথা বলবেন তিনি।

রেশন ডিলারদের স্বার্থরক্ষায় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় প্রহ্লাদ মোদীকে। ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন’ সংগঠনের সহ-সভাপতি তিনিই। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিলারদের যে কমিশন দেওয়া হয় তা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছেন প্রহ্লাদ। আর সেই কারণেই বাংলার আসার সম্ভাবনা রয়েছে তাঁর। আসলে এও খবর যে, বাংলার যে নীতি রয়েছে রেশন ডিলারদের নিয়ে, রাজ্যের সব নাগরিককে রেশন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তারা, তার প্রশংসা করেছেন তিনি। তাই নিজের দাদার সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েই বাংলায় আসবেন প্রহ্লাদ। তবে ঠিক কবে আসবেন তিনি সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

যদিও কিছুদিন আগেই নিজের দাদার সরকারের প্রশংসা করতে শোনা গিয়েছিল প্রহ্লাদকে। বলেছিলেন, মোদী সরকারকে দশে দশ দিতে চান তিনি। প্রহ্লাদ দাবি করেন, মোদী সরকার বিগত কয়েক বছর ধরেই দারুণ কাজ করছে, সবার ‘বিকাশ’ হচ্ছে। প্রধানমন্ত্রীর পরিবারের এক সদস্য হিসেবে দাদার এই সাফল্যে তিনি খুবই খুশি। তবে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে এসেছেন তিনি। এমনকি কেন্দ্র বিরোধী আন্দোলনের জন্য গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল তাঁকে!