রাজ্য জুড়ে চলছে ভ্যাকসিনের ঘাটতি। এরই মধ্যে নতুন বিপদ। রাজ্য জুড়ে ভ্যাকসিনের ঘাটতির পাশাপাশি দেখা দিয়েছে ভ্যাকসিনের সিরিঞ্জের ঘাটতিও৷ বহু সংখ্যক ভ্যাকসিনের সিরিঞ্জের ঘাটতি দেখা দিয়েছে ৷ সেই ঘাটতি মেটাতেই বাজার থেকে সিরিঞ্জ কিনল কলকাতা পুরসভা৷ সিরিঞ্জের সমস্যা মেটাতে পঞ্চাশ হাজার সিরিঞ্জ কেনা হল৷ জানা গিয়েছে, রাজ্য জুড়ে কুড়ি লক্ষ সিরিঞ্জের ঘাটতি রয়েছে৷ স্বাস্থ্য দফতর প্রয়োজন মতো সিরিঞ্জ দিচ্ছে না কলকাতা পুরসভাকে। তাই বেশ কয়েকদিন ধরেই বাজার থেকে সিরিঞ্জ কিনতে হচ্ছে পুরসভা কর্তৃপক্ষকে। সিরিঞ্জ কেনার জন্য স্বাস্থ্য ভবনের কাছে অনুমতি চেয়েছিল কলকাতা পুরসভা৷ স্বাস্থ্য ভবন বাজার থেকে সিরিঞ্জ কেনার অনুমতি দেয়৷ কেন্দ্রের তরফে যত ডোজ পাঠানো হয়েছিল সেই অনুপাতে সিরিঞ্জও পাঠানো হয়৷ কিন্তু এর পরেও ঘাটতি মেটেনি৷ আসলে রাজ্য সরকারও ভ্যাকসিনের সতেরো লক্ষ ডোজ কিনেছিল। কিন্তু সেই অনুপাতে সিরিঞ্জ কেনা হয়নি। মাত্র ১০ লক্ষ সিরিঞ্জ কেনা হয়৷ যার জেরেই সমস্যা তৈরি হয়৷
এদিকে কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দু’টি টিকাই যথেষ্ট, নাকি এর পর বুস্টার টিকাও নিতে হবে? আপাতত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে৷ যদিও এই বিষয়ে যথেষ্ট তথ্য নেই ভারতের হাতে। আগামী বছরের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন এমস প্রধান রণদীপ গুলেরিয়া।