রাস্তার ধারে ব্যক্তির দেহ পড়ে থাকার ঘটনাকে ঘিরে শিলিগুড়িতে চাঞ্চল্য

শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় সকালে পথের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। মৃত ওই ব্যক্তির নাম কন্দ্রু হাজরা। মৃতের বয়স ৫৬ বছর। শুক্রবার সকালে বাগডোগরার হালালজোত এলাকার ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। দেহে আঘাতের চিহ্ন রয়েছে দেখেই স্থানীয় বাসিন্দারা খবর দেন বাগডোগরা থানার পুলিশকে। এরপর স্থানীয়রা খবর দেন মৃতের পরিবারকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ এবং মৃতের পরিবারের লোকজন। পুলিশ এবং স্থানীয়দের সন্দেহ গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাগডোগরার হালালজোত এলাকায়।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন কন্দ্রু হাজরা। বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ বাদেই স্থানীয় বাসিন্দারা তাকে পথে পড়ে থাকতে দেখেন এবং পরিবারকে খবর দেন এবং সেই খবর পেয়েই পরিবারের লোকজন ছুটে এসে দেখেন পথে মৃত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। বাগডোগরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবারের লোকজন গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন এবং কি কারণে কন্দ্রু হাজরার মৃত্যু হল তা পরিষ্কারভাবে জানাক পুলিশ এমনটাই দাবি করেছেন তারা।