ব্যাপক গরমের পর আবার ক্ষণিকের জন্য স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ লাগাতার বৃষ্টির জের৷
বুধের আকাশেও সাত সকালে আঁধার৷ গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে৷ কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে৷ কোথাও আবার বিক্ষিপ্ত৷ পাড়ায় পাড়ায় যেমন প্যান্ডেল তৈরির কাজ চলছে৷ কিন্তু সব কিছু পন্ড করেছে নিম্নচাপ৷ সাগরে তৈরি হওয়া
এই নিম্নচাপের হাত থেকে রেহাই মিললেও এখনও বৃষ্টির হাত থেকে নিস্তার মিলবে না৷ কারণ জানাচ্ছে, আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলছে আরও একটি ঘূর্ণাবর্ত। যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ওড়িশা উপকূল দিয়ে এই নিম্নচাপটি ঢুকে পড়বে ভূভাগে৷
ফলে ফের বৃষ্টি হবে রাজ্যে৷ এদিকে, আজ উপকূলবর্তী জেলাগুলি যেমন উত্তর ২৪ পরগণা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায় জারি রয়েছে কমলা সতর্কতা৷
কলকাতায় জারি করা হয় হলুদ সতর্কতা। হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতেও ছিল হলুদ সতর্কতা৷ পুজোর আগে রাজ্যের একটা বড় অংশের উপর দফায় দফায় বৃষ্টিতে চিন্তায় বঙ্গবাসী৷ তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে মেঘ সরতে শুরু করবে৷ দেখা দিতে পারে সূর্যের মুখ।