জল্পনা হচ্ছে তৃণমূলের হেভিওয়েট সাংসদের বৈঠকে ডাক না পাওয়া নিয়ে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিধানসভা উপনির্বাচনে সদ্য ছয়ে-ছয় করেছে তৃণমূল।

এরপর দলের কর্মসমিতির বৈঠকে জানা যাচ্ছে, এই বৈঠকে দলের সকল সাংসদ, বিধায়ক ও জেলার শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। তবে তাৎপর্যপূর্ণভাবে ডাক পাননি দলের এক হেভিওয়েট সাংসদ।

বৈঠকে ডাক পেলেন না তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর তাঁর বেশ কিছু মন্তব্য দলের অস্বস্তি বাড়িয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় শাসক দলের বিধায়ক সংখ্যা ২২৬।