সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। এই আবহেই পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত সরকারের। নিরাপত্তা সংক্রান্ত বিষয় “নিরাপত্তামূলক অ্যাডভাইজারী” জারি করেছে পর্ষদ।
পর্ষদ সভাপতি গৌতম পালের কথায়, “আমরা খুব শীঘ্রই বৈঠক করব স্কুল শিক্ষা দপ্তর ও বিভিন্ন জেলার ডিএসপি চেয়ারম্যানদের সাথে। তারপর স্কুলগুলিকে অ্যাডভাইজারী দেব। স্কুলের ভিতরে সুরক্ষা নিয়েও আমরা অ্যাডভাইজারি পাঠাচ্ছি। বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে শনিবার স্কুল ছুটির পর। নির্দেশিকা জারি করা হয়েছে স্কুলগুলিকে।”
অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের সামনে থাকত না পুলিশি নিরাপত্তা। নিয়ন্ত্রণ ছিল না যানবাহনের উপর। সেই কারণেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর স্কুলগুলি নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেছে ও প্রাথমিক শিক্ষা পর্ষদও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসল।