বাস বাতিল নিয়ে আশঙ্কা জাগছে

অবশেষে সত্যি হতে চলেছে জল্পনা, বাস ভাড়া নিয়েই সামনে এসেছে একটি বড় খবর। বাস মালিক সংগঠনের তরফ থেকে বাস ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে ১৫ বছরের পুরনো বাস রাস্তায় না নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের রায়ের জেরে ১ অগস্ট থেকে বাতিল হতে পারে শহরে চলাচল করা কয়েক হাজার বেসরকারি বাস। এমনটাই দাবি করছে বেসরকারি বাস মালিকদের সংগঠন। ওদিকে সেই দাবী খারিজ করে পাল্টা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবী, বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি যা বলছে সেই তথ্য সঠিক নয়।

কিছু বছর আগে পরিবেশকর্মী সুভাষ দত্তের করা একটি মামলার ভিত্তিতে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় যে, ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেছে এমনি কোনও বাস আর কলকাতা শহর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)-র এলাকায় চালানো যাবে না। এই অবস্থায় এভাবে পুরনো বাস উঠে গেলে নতুন বাস নামাতে সমস্যায় পড়তে হবে।