তালিবানদের দখলে এসছে গোটা দেশ আফগানিস্তান। এবার অপেক্ষা দেশে সরকার গঠনের। গোটা বিশ্ব তাকিয়ে আছে, কি কি হতে চলেছে সরকার গঠনে। জুম্মাবারে প্রার্থনা সেরে দেশে সরকার গঠন করতে চলেছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের নতুন সরকার। ১৫ অগাস্ট কাবুল দখলের পর তালিবান আফগানিস্তানকে নিজের দখলে রেখেছে। ইসলামিক জঙ্গি গোষ্ঠী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তাদের বিজয় ধ্বজা উড়িয়েছে। আফগানিস্তানের তখতে পুরোপুরিভাবে বসেছে তালিবান। তাদের দাবি, গত কয়েক দশকের লড়াইয়ের পর সে দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা হবে।
গত দু’সপ্তাহ ধরে আফগানিস্তানে তালিবানের রাজত্ব চলছে। তাঁরা। আর বিলম্ব নয়। শুক্রবারই গঠিত হবে মার্কিন সেনা হঠতেই নতুন সরকারের ঘোষণা ছিল কেবল সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে, শুক্রবারই সেই অপেক্ষার অবসান হতে চলেছে। জুম্মাবারের নামাজ পড়েই তালিবানি সরকারের ঘোষণা করা হবে। এহেন পরিস্থিতিতে জানা যাচ্ছে যে ইরানের কায়দায় আফগানিস্তানের ‘সুপ্রিম লিডার’ পদে বসতে চলেছে তালিবানের প্রধান হায়বাতোল্লা আখুন্দজাদা। তার ‘উপদেশ’ মেনে দেশ চালাবে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী।
কিন্তু অন্যদিকে মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে হাক্কানি গোষ্ঠী এবং কান্দাহারের মোল্লা ইয়াকুব গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তালিবানের সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে মোল্লা ইয়াকুব গোষ্ঠী। নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার দাবি জানিয়েছে তারা। কিন্তু হাক্কানি গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, মোল্লা ইয়াকুব নাকি স্পষ্ট জানিয়েও দিয়েছেন, যাঁরা দোহায় তাঁদের প্রধান কার্যালয়ে বসে আছেন, তাঁদের হুকুম শুনতেও তিনি রাজি নন।