নিরাপত্তারক্ষীদের বিভিন্ন দাবিতে সরব হল ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন

নিরাপত্তারক্ষীদের প্রতিমাসে বেতন, পিএফ, চাকরির সুরক্ষা ও বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়ে ডাবগ্রাম পলিটেকনিক কলেজের অধ্যক্ষের দারস্থ হলেন ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি (সি) ওয়ার্কার্স ইউনিয়ন,দাবি না মানা হলে প্রয়োজনে বন্ধের পথে হাটবে বলে জানান পশ্চিম বঙ্গের পর্যবেক্ষক জয় লোধ।

বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে বেতনে কিছুটা সুরাহা হলেও মাঝে মধ্যে একেক মাস বাদ চলে যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের বেতন। এই বিষয় নিয়ে আজ AIUTUC অনুমোদিত ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সকল সদ‍স‍্যরা ডাবগ্রাম পলিটেকনিক কলেজের গেটের সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ দেখাবার পাশাপাশি পলিটেকনিক কলেজের অধ‍্যক্ষকে স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক জয় লোধ জানান, অনেক দিন ধরে নিরাপত্তা রক্ষীদের ওপর অন‍্যায় হচ্ছে দেখে পথে নামতে বাধ‍্য হন তাঁরা। আন্দোলনের জেরে বেতনটা চালু হলেও মাসের বেতনটা মাসে হচ্ছে না। মাঝে মধ্যে কোন মাসে বেতন তাঁরা পাচ্ছে না। এছাড়াও পিএফ ও চাকরি সুনিশ্চিত করতে হবে।