তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার কার্ড। যার মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অন্যতম, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যাতে অর্থ সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্যে চালু হয়েছিল এটি।
এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়ারা অত্যন্ত কম সুদে ঋণ নিয়ে পড়াশোনা করতে পারেন। অতীতে একাধিকবার অভিযোগ উঠেছে অধিকাংশ ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পাওয়ার পরেই সচেষ্ট হলেন। জেলাশাসকদের মুখ্যমন্ত্রী বার্তা দেন, “আপনারা সরাসরি কথা বলুন ব্যাংকের সাথে। প্রয়োজনে ডেকে পাঠান তাদের। যত দ্রুত সম্ভব সবকটি মামলা নিষ্পত্তির চেষ্টা করুন।”
রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি বৈঠক করেন জেলা শাসকদের সাথে। সেই বৈঠকে মুখ্য সচিবকে জেলা শাসকরা জানান, নথিপত্র নিয়ে সমস্যা সৃষ্টি করছে ব্যাংক।