বাড়তে থাকা গরম থেকে সাপ্তাহন্তে মিলতে পারে স্বস্তি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম মোখা। ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে অবশেষে মিলল স্বস্তির খবর।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। পরবর্তী ২৪ ঘন্টাতেও কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ মে শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। মোকা’-র প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে আগামী শনিবার থেকে। শনিবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বৃষ্টি আরও বাড়বে। বাড়তে থাকা গরমে স্বস্তির খবর দিল হাওয়া অফিস।