চলতি সপ্তাহেই স্বস্তি দিয়ে বদলাতে পারে আবহাওয়া

বাড়ছে গরম প্রতি নিয়ত, তবে আজ চলতি সপ্তাহের শুরু থেকেই বদলাতে পারে আবহাওয়া৷ দুটি ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় যে পড়বে তার একটি সঙ্কেত মিলছিল। সেই অনুযায়ী গত দু’দিন ধরে রাজ্যের আকাশ মেঘলা ছিল। এবার জানা গেল, বঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। আগামী পাঁচ দিনের মধ্যেই তা টের পাবে রাজ্যবাসী। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া মহলের তরফ থেকে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বাংলায়। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গোপসাগর থেকে। এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানান হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গে কলকাতা সহ আশেপাশের এলাকায় এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস। পাশাপাশি জানান হয়েছে, কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি।

এর আগে বিষ্ণ উষ্ণায়নের জেরে মার্চ মাসেই সাগরজলের উষ্ণতা যে মাত্রায় পৌঁছেছে, তা দেখে আবহবিদদের আশঙ্কা ছিল, ভরা গ্রীষ্মে তা আরও বেড়ে যাবে৷ যা যথেষ্ঠ উৎকণ্ঠার বিষয়৷ আবহবিদরা জানাচ্ছেন, গত কয়েক দশকের পর্যবেক্ষণে দেখা গিয়েছে, বঙ্গোপাসাগরের উষ্ণতা বৃদ্ধির গড় হার অনেকটাই বেশি। চলতি বছর মার্চ মাসে বঙ্গোপসাগরের তাপমাত্রা যে পর্যায়ে পৌঁছেছে তাতে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে তো বটেই। কিছুদিন ধরেই যে হারে গরম বেড়েছে তাতে মনে হচ্ছিল যে আগামী কয়েক মাসে এই গরম থাকবে। কিন্তু এখন এই বৃষ্টির পূর্বাভাস কিছুটা স্বস্তি দেবে।