বদলাচ্ছে আবহাওয়া, বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট

ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। কখনও আংশিক মেঘলা আকাশ। এরই মাঝে নভেম্বরের শেষে রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ। এরই মাঝে অবশ্য হাজির হয়েছে নিম্নচাপ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে।

শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে চলতি সপ্তাহে তাপমাত্রা আর খুব একটা নামার সম্ভাবনা নেই। ভোগাতে পারে কুয়াশা। কুয়াশার জন্য জারি রয়েছে সতর্কতাও। উত্তরবঙ্গের পাশাপাশি পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় সহ বেশ কিছু জেলায় ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট দেখা যাবে।