পূর্ব ঘোষণা অনুযায়ী বেলপাহাড়ি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেখানে আদিবাসীদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ বেলপাহাড়িয় সভা শেষে আদিবাসীদের মুখোমুখি হলে, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা৷ সেখানে তাঁকে কাছে পেয়ে সরকারি প্রকল্পে ঘর, একশো দিনের টাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদিবাসীরা। এছাড়াও মূলত জলের সমস্যার কথা জানান হয় তাঁকে।
তবে পরে তাঁর থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়াও গিয়েছিল। সেই আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যে পানীয় জলের ব্যবস্থা করতে সেই গ্রামে পৌঁছে গিয়েছেন সরকারি আধিকারিকরা। ঝাড়গ্রামের শিলদার কুরচিবনি এবং মালাবতী গ্রামের বাসিন্দাদের থেকে পানীয় জল নিয়ে সমস্যার কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ শোনার পর তিনি জানিয়েছিলেন যে, মিলবে জল। সেই মতো গ্রামের এলাকায় সরকারের তরফ থেকে লোক পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে।
তিনি জানিয়ে দেন, জেলাশাসক এবং পুলিশসুপারের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল এবং তাদের তিনি সব বলে দিয়েছেন। জলের সমস্যা মিটে যাবে, জল পেয়ে যাবেন গ্রামবাসীরা। যদিও মমতার অভিযোগের আঙুল ছিল কেন্দ্রের দিকেই। তিনি বলেছিলেন, ১০০ দিনের কাজের টাকা দিল্লি বন্ধ রেখেছে। কলের জল ২০২৪ সালের মধ্যে সবার বাড়ি বাড়ি যাবে। পাইপ টানতে সময় লাগছে। এদিন তিনি দাবি করেন, বিজেপি নির্বাচন নিয়ে ব্যস্ত। কুকথা বলা নিয়ে ব্যস্ত। উন্নয়নে এদের নজর নেই।