যুদ্ধে শেষ হলো গোটা একটা শহর

প্রায় এক মাস হতে চললো যুদ্ধ, তও যুদ্ধ চলছে অবিরাম গতিতে। আলোচনা আলোচনার মতো চলছে, কিন্তু যুদ্ধ থামার কোনও ইঙ্গিত মিলছে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় ২৫ দিন হতে চলল কিন্তু শান্তি ফিরবে কবে, একু জানে না। একের পর এক হামলার কারণে কার্যত শেষ ইউক্রেনের একাধিক শহর। আর গতকালের হামলার পর তো পূর্ব ইউক্রেনের মেরেফা শহর একেবারে ধ্বংসস্তুপ। এই শহরে গতকাল গোলাবর্ষণ করে রাশিয়া। ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন।

জানা গিয়েছে, গতকাল সকাল থেকেই একের পর এক গোলা বর্ষণ হতে থাকে এই শহরে। সাধারণের বাড়ি, স্কুল থেকে শুরু করে হাসপাতাল, কিছুই বাদ যায়নি রুশ বাহিনীর নিশানা থেকে। পরপর হামলায় প্রায় মাটিতে মিশে যায় সবকিছু, নিমেষের মধ্যে। এখন পরিস্থিতি এমন যে, ধ্বংসস্তূপ থেকেই টেনে হিচড়ে বের করা হচ্ছে দেহ। মিসাইলের আঘাত তো ছিলই, এর পাশাপাশি আবার বোমা ছোড়া হয়। একপ্রস্ত গুলিও চালানো হয়েছে। সব মিলিয়ে মর্মান্তিক অবস্থা এই শহরের বাসিন্দাদের। এইভাবে স্কুল এবং হাসপাতালের ওপর আক্রমণ করা নিয়ে আরও বিশ্রীভাবে সমালোচিত হচ্ছে রাশিয়া, কিন্তু তাতেও হামলা করা থেকে পিছপা হচ্ছে না পুতিন বাহিনী।

গত ২৩ দিন ধরে লাগাতার ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে রুশ বহিনী৷ রুশ ফৌজের আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেনের ১০টি শহর৷ ইতিমধ্যেই একাধিক শহরের দখল নিয়েছে রুশ সেনা। তবুও মাথা নত করেনি ইউক্রেন৷ পাল্টা জবাব দিয়ে চলেছে৷ আত্মবিশ্বাসী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ নিজেদের জয় নিয়ে নিশ্চিত তিনি৷ এদিকে, যুদ্ধে ইতি টানতে বারবার আলোচনার টেবিলে বসেছে দুই পক্ষ৷ কিন্তু, এখনও মেলেনি রফা সূত্র৷