লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারের নাম। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে গতকালই দায়িত্ব নিয়েছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। এবার খুব শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন, শোনা যাচ্ছে আরও।
১ মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সম্ভাবনা। ৮ জুলাই পঞ্চায়েত ভোট করা যায় কিনা, আলোচনা শুরু, বলছে সূত্র । রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় রাজ্য সরকার। একাধিক নয়, এক দফাতেই রাজ্যে হতে পারে পঞ্চায়েত ভোট, আরও খবর সূত্রে।
একদিন আগেই রাজ্য নির্বাচন কমিশনার পদে বসেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। এই পদে আসার আগে অনেক টানাপোড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার বিষয়ে জানতে চেয়ে নবান্নকে নোট পাঠিয়েছিলেন। অবশেষে রাজ্যপাল এই ফাইলে সই করতেই জট কাটে।