এইমুহুর্তে বেশ কিছুটা নিয়ন্ত্রনে রয়েছে সংক্রমণ। বিশ্বজুড়ে একাধিক দেশে আপাতত কোভিড বিধি শিথিল করা হয়েছে। প্রত্যাহার করা দেশগুলির মধ্যে আবার রয়েছে ভারত। কিন্তু হিসেব অনুযায়ী, দিন দিন অল্প অল্প করে হলেও বাড়ছে করোনা সংক্রমণ। কিন্তু কেন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর একটা ব্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানাচ্ছে মূলত তিনটি কারণে বিশ্ব জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। যার মধ্যে প্রধান ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্ত। ‘হু’ বলছে তাকে থামানো যাচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ওমিক্রন তো বটেই, কোথাও কোথাও ডেল্টা এবং ওমিক্রন একসঙ্গে শরীরে সংক্রমণ ঘটাচ্ছে। যার জেরে হু হু বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়াও শুধু ওমিক্রন টিকাকে অনেকাংশে ফাঁকি দিচ্ছে, তার কারণেও সংক্রমণে বৃদ্ধি ঘটছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, টিকা থেকে পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সংক্রমণ থেকে পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিচ্ছে ওমিক্রন। তাই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এরপরে রয়েছে টিকার প্রভাবে খামতি। এমনিতে করোনা ভাইরাস ভ্যাকসিন যথেষ্ট কার্যকরী বলেই দাবি করেছে ‘হু’। কিন্তু দেখা যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে টিকার প্রভাব কমেছ, তাই ভাইরাস নতুন করে হানা দিচ্ছে শরীরে।
তবে এর থেকেও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে প্রত্যেকের শরীরে ভাইরাসের উপস্থিতিকে। বিশেষজ্ঞরা বলছেন, বিরাট সংখ্যক মানুষেরই গলা বা নাকে রয়েছে করোনার জীবাণু। যার ফলে হাঁচি, কাশির মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক সময় বোঝাও যাচ্ছে না যে কে সংক্রামিত আর কে নয়। তাই ধন্দ তৈরি হচ্ছে। যে কারণে বাড়ছে আক্রান্তের সংখ্যা।