শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। দিন কয়েক আগেই সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা গেল, সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম বদলাতে চলেছে!
পুলিশের মতো খাকি উর্দি গায়ে দেখা যাবে সিভিক ভলেন্টিয়ারদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিভিক ভলেন্টিয়ার পদটি তৈরি করেছিলেন। ট্রাফিক সংক্রান্ত কাজ সহ আরও বেশ কিছু কাজে সিভিক ভলেন্টিয়ারদের দেখা যায়। তবে আদালতের নির্দেশানুসারে, তাঁদের সকল প্রকার প্রশাসনিক কাজ রাখতে হবে।
এতদিন অবধি আকাশী রঙের শার্ট এবং নীল রঙের প্যান্টই ছিল রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম। এবার শোনা যাচ্ছে, পুলিশ প্রশাসনের একাংশ সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্মে বদল আনতে চাইছে। এই প্রসঙ্গে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তাদের তরফ থেকে নবান্নে চিঠি পাঠানো হতে পারে।