পশ্চিমবঙ্গের উত্তরে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। দার্জিলিং মেল, সরাইঘাট এক্সপ্রেস-সহ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন নির্দিষ্ট সময়সূচি থেকে দেরিতে চলাচল করবে দুই দিনের জন্য। উত্তরবঙ্গ এক্সপ্রেস গৌড় এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের পথ বদল করা হয়েছে। বাতিল করা হয়েছে বর্ধমান- হাওড়া রুটে দুই জোড়া লোকাল ট্রেন।
ওভার হেড ইলেকট্রিক লাইনের রক্ষণাবেক্ষণের কাজ হবে হাওড়া ডিভিশনের শক্তিগড়- বর্ধমান স্টেশনের মাঝে। বর্ধমান থেকে বাতিল হয়েছে ৩৬৮১২,৩৭৮১২, হাওড়া থেকে ৩৬৮১১, ৩৭৮১১ নম্বর ট্রেন। ১৩১৪৮ বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১৩১৫৪ মালদহ টাউন – শিয়ালদহ গৌর এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে।
১২৩০৮ যোধপুর – হাওড়া এক্সপ্রেস এই দুদিন ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও ২৫ মিনিট করে নিয়ন্ত্রণ করা হবে ১২৩৬০ পাটনা – কলকাতা গরীব রথ এক্সপ্রেস, ২২২১৪ পাটনা – শালিমার দুরন্ত এক্সপ্রেস, ১২৩৪৪ হলদিবাড়ি – শিয়ালদহ দার্জিলিং মেল।