ভ্রমণ পিপাসুদের জন্য খুশির খবর,আজ থেকে চালু হয়ে গেল AC টয়ট্রেন পরিষেবা। একঝাঁক সাংসদ, বিধায়ক ও বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে শৈলরাণীর উদ্দেশ্যে ছুটল “খেলনা গাড়ি”।
আজ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শৈল শহর দার্জিলিং এর উদ্দেশ্যে ছুটল AC কোচ যুক্ত ভিস্তাডোম টয়ট্রেন। এই ট্রেনের সূচনাপর্বে আনসুর গুপ্তা, এস.কে. চৌধুরী সহ একঝাঁক বিজেপির সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিউ জলপাইগুড়ি স্টেশনে এক সংক্ষিপ্ত উদ্ভোধনী পর্বে পতাকা নারিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন।
আজ AC টয়ট্রেনটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে পাহারের পথে ছুটে যায়।
উদ্বোধন করতে এসে দার্জিলিং সংসদ রাজু বিস্তা জানান, DHR এর ইতিহাসে আজকের দিনটি সর্ণাক্ষরে লেখা থাকবে। এই উৎসবের মরসুমে ভ্রমণকারীদের ভ্রমণের যাত্রা আরও আনন্দময় করে তুলবে এই AC টয়ট্রেন। এছাড়াও ট্রয়ট্রেনের উন্নতির জন্য তাদের সরকার আরও টাকা খরচ করবে।