আবারও ফিরে এলো তুরস্কের বিভীষিকাময় দিন

একের পর এক আতঙ্ক৷ আবার যেন ফিরে এলো বিভীষিকাময় দিন। গত ৬ ফেব্রুয়ারি এক ভয়ঙ্কর ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে তুরস্ক৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৮৷ এর পর কয়েক হাজার আফটার শক হয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার একটা বড় অংশ৷ এখনও পর্যন্ত এই বিপর্যয়ে মৃতের সংখ্যা ৪৭ হাজার৷ এখনও চলছে উদ্ধারকাজ। এরই মাঝে আবারও ফিরল সেই অভিশপ্ত সোমবার৷ থরথর করে কেঁপে উঠল ঘরবাড়ি৷

গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় ফের কেঁপে ওঠে তুরস্ক-সিরিয়া সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ তুরস্কের আন্তাকিয়া শহরে। সিরিয়া, মিশর এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে। এর ঠির এক ঘণ্টাখানের মধ্যে ফের একবার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে লেই কম্পনের মাত্রা ছিল ৫.৮।

হাতায়ের মেয়র লুৎফু সাভাস জানিয়েছেন, নতুন করে ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন। সোমবার নতুন করে তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ৬০০-র বেশি।