বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হলো ব্যাংকের অস্থায়ী কর্মীরা

দিনের পর দিন কাজ করেও সময় মতো মিলছে না বেতন। এমনি অভিযোগ তুলে ব্যাংকের শাটার বন্ধ করে দিয়ে, ব্যাংকের সামনে বিক্ষোভে সামিল হলো ব্যাংকের অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার শিলিগুড়ি সেবক রোডের কাছে অবস্থিত একটি রাষ্ট্রীয় ব্যাংকের অস্থায়ী কর্মীরা ব্যাংকের ভেতরে কর্মরত কর্মীদের বের করে দিয়ে ব্যাংকের শাটার বন্ধ করে দিয়ে ব্যাংকের সামনে আন্দোলনে সামিল হয়। আন্দোলনকারী কর্মীদের দাবি, তারা লাগাতার কাজ করে গেলেও তাদের ঠিক মতো বেতন দেওয়া হচ্ছে না, তাই বকেয়া বেতনের দাবিতে তারা AIUTUC পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয়।