হুঁ হুঁ করে বাড়ছে তাপমাত্রা, চরছে গরমের পারদ

শুরু হয়েছে কষ্টের দিন, চরছে গরমের পারদ। মাঝে কটাদিন স্বস্তি হলেও আবার যেন পুড়ছে রাজ্য। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। তাপমাত্রার পারদ চল্লিশের গণ্ডি পার হতেই প্রাণ ওষ্ঠাগত, গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। তাপপ্রবাহের জেরে বহু মানুষের মৃত্যুও হচ্ছে। শুধুমাত্র উত্তর বা পূর্ব ভারত নয়, প্রায় গোটা দেশজুড়েই এবার তাপপ্রবাহের দাপট দেখা গিয়েছে। এরইমধ্যে তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫০ শতাংশ। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে আরও বেশি।

উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিন দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপরে দু’দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।