স্কুল চত্বরে বেসরকারি টাওয়ার বসানোর অভিযোগে অভিভাবক সহ ছাত্র ছাত্রীরা মহকুমা শাসকের দ্বারস্থ হলেন

রানীডাঙ্গা কালারাম উচ্চ বিদ‍্যালয় পূজোর ছুটিকে কাজে লাগিয়ে স্কুল চত্বরে বেসরকারি টাওয়ার বসানোর অভিযোগ উঠেছিল।এবার ঐ স্কুলের অভিভাবক সহ ছাত্র ছাত্রীরা মহকুমা শাসকের দ্বারস্থ হলেন।মাল্লাগুড়ির মহকুমা শাসকের দপ্তরে সকলে মিলিত হয়ে এক শারকলিপির মধ‍্য দিয়ে সকল অভিভাবক ছাত্র-ছাত্রীরা মহকুমা শাসকে এই টাওয়ার ঐ স্থান থেকে ওঠানোর অনুরোধ জানান।অভিভাকদের একাংশের মতামত কিভাবে স্কুল ছুটির মধ্যে এই টাওয়ার বসলো।স্কুলের প্রধান শিক্ষক তাদের জানিয়েছে যে এই টাওয়ার থেকে সংগ্রহিত অর্থ স্কুল উন্নয়নে ব‍্যবহিত হবে।যেভাবেই হোক স্কুল চত্বর থেকে টাওয়ার সরাতে হবে।