লক্ষ্য এখন একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ শেষ সময়ের একেবারে তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই কিন্তু হিংসা থামার কোনও লক্ষণ নেই। গুলি-বোমাবাজির অভিযোগ আসছে অনবরত। ফের উঠে এল কোচবিহারের দিনহাটার নাম।
এবার বোমা বাঁধার সময় বিস্ফোরণে জখম হল দুই শিশু-সহ মোট চার জন। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে, দিনহাটার গোসানিমারির ২ গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। বোমা বাঁধার সময় পরপর অন্তত ৪-৫টি বোমা ফাটে। স্থানীয় সূত্রে খবর সাত্তার মিঞার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,সাত্তার মিঞার বাড়িতে বোমা বাঁধা হয়। সেগুলি বিজেপি কেনে। এবারও পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরের জন্যই বোমা বাঁধছিল। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির পালটা দাবি, সাত্তার মিঞা তৃণমূল সমর্থক। বোমা কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনার প্রত্যক্ষদর্শীদের।