ধীরে ধীরে রাজ্যে বাড়ছে শীতের আমেজ

অনেকটাই বদলে গেছে রাজ্যের আবহাওয়া৷ ফুরফুর করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ নামছে উষ্ণতার পারদ। জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় রাজ্যের মানুষ৷ রাত হলেই ঠাণ্ডা ঠাণ্ডা ভাব৷ ভোরের দিকে বেশ শীত মালুম হচ্ছে৷ বেশ শীত শীত ভাব৷ থাকছে কুয়াশাও৷ তবে বেলায় রোদ উঠলেই শীত গায়েব৷ তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম৷ শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও নামতে শুরু করেছে উষ্ণতার পারদ৷ 

আগামী দিনগুলিতেও রাজ্যজুড়ে শীত শীত ভাব বজায় থাকবে বলে হাওয়া অফিসের রিপোর্ট৷ কিন্তু এরই মাঝে রয়েছে নিম্নচাপের ভ্রূকুটি৷ আগামী সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে৷ নিম্নচাপ হলে ধাক্কা খাবে শীতের আমেজ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ থাকবে পরিষ্কার৷ রোদ ঝলমল করবে৷ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ 

বর্ষা বিদায় নিতেই রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ যার জেরে তাপমাত্রাও ক্রমশ নিম্নমুখী৷ তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্ষা এ বার অনেক দেরিতে বিদায় নিয়েছে৷ তাই এ বছর ঠাণ্ডাও জাঁকিয়ে পরার সম্ভাবনা। এদিকে তামিলনাড়ুতে শুরু হয়েছে প্রবল বর্ষণ৷ তবে পশ্চিমবাংলা আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Leave a Reply