পুজোর আগে চিন্তায় রাজ্য, করোনার পাশাপাশি সংখ্যা বাড়ছে ডেঙ্গু

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। নতুন করে বাড়তে থাকা ডেঙ্গু চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে বেড়েছে বলে খবর। আরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি।

শেষ কয়েক দিনের তথ্য ঘেঁটে দেখলে বোঝা যাবে, মাঝে একটু কমলেও রাজ্যের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখীই। গতকাল অর্থাৎ ২০ তারিখ প্রায় ৩০০-র কাছে ছিল রাজ্যের কোভিড সংক্রমণ। এদিকে রাজ্যের স্বাস্থ্য ভবন সূত্রে যেটুকু জানা গিয়েছে, প্রায় হাজার জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বঙ্গে। তবে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ঠিক কত জনের মৃত্যু হয়েছে, তার কোনও পরিসংখ্যান এখনও পর্যন্ত মেলেনি। করোনার মৃত্যু নিয়েও যে চিন্তা একেবারে নেই তা নয়। শেষ কয়েকদিন ধরেই রাজ্যে লাগাতার কোভিডে মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে দমদম, সল্টলেক, বারাসত এইসব জায়গায় ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি। আক্রান্তের নিরিখে উত্তর ২৪ পরগনা এখন শীর্ষে আছে ডেঙ্গি আক্রান্তে। এইসব জেলার পাশাপাশি কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনাতেও বাড়ছে ডেঙ্গি। এমনকি উত্তরবঙ্গেও হানা বাড়িয়েছে মশাবাহিত এই রোগ। একই রকমভাবে করোনার পরিসংখ্যান দেখলেও এই জায়গাগুলিই শীর্ষে আসবে। অর্থাৎ করোনা এবং ডেঙ্গি কার্যত একইভাবে ত্রাস ছড়িয়ে রেখেছে গোটা বঙ্গে। আর কয়েকদিন বাদেই মহালয়া এবং দুর্গাপুজো। কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে খুশি এখনও হতে পারছে না বাঙালি।