বড় চাপের মুখে রাজ্যে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সন্দেশখালি মামলায় বড় বয়ান দিল কলকাতা হাইকোর্ট।

ইডি আধিকারিকদের বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ নেওয়া যাবেনা। সন্দেশখালির ঘটনায় মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়াতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা।

তৃণমূল নেতার বাড়িতে ঢুকতে চাইলে গ্রামবাসীদের একাংশ ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। মাথা ফাটিয়ে দেওয়া হয় তিন ইডি অফিসারের। এই ঘটনায় যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি তখনই ইডি অফিসারদের বিরুদ্ধেই ন্যাজাট থানায় এফআইআর দায়ের করেছিলেন শাহজাহানের বাড়ির কেয়ারটেকার। এছাড়াও বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে আরও একটি মামলা দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।