আগামী কয়েক বছরের মধ্যে একাধিক মেট্রো পেতে চলেছে রাজ্য

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। ইস্ট-ওয়েস্ট পরিষেবা কলকাতা মেট্রো শুরু করেছে। এর ফলে কলকাতার আরও কাছে চলে এসেছে সল্টলেক। অন্যদিকে জোকা-বিবাদীবাগ রুটের মেট্রো পরিষেবা আংশিকভাবে শুরু হয়েছে তারাতলা পর্যন্ত।

২০২৫ সালের মধ্যে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পৌঁছে যাওয়া যাবে। কলকাতার চারপাশ ঘিরে ফেলা হচ্ছে মেট্রো জালে। তবে এবার কলকাতার পার্শ্ববর্তী জেলার মানুষদের কথা মাথায় রেখে, মেট্রো পরিষেবা পৌঁছে যেতে পারে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পর্যন্ত।

আরো একটি নতুন করিডোর গড়ে উঠতে পারে নোয়াপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত। মেট্রোর ম্যাপ অনুযায়ী মেট্রো পরিষেবা পৌঁছে যেতে পারে বারাসাত পর্যন্ত। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই প্রসঙ্গে জানিয়েছেন, ভবিষ্যতে চিন্তাভাবনা রয়েছে ব্যারাকপুর ও বারুইপুর পর্যন্ত।