ওমিক্রন রোধে কড়া নজরদারির নির্দেশ রাজ্যের তরফে

যত সময় এগোচ্ছে টোটো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন সংক্রমন ওমিক্রন। করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রণ নিয়ে চিন্তা বাড়ছে দিন দিন। প্রথম খোঁজ মেলার পর দেশে একাধিক আক্রান্তের সংখ্যা মিলেছে ইতিমধ্যেই। তাই এই প্রজাতি নিয়ে বাড়তি সতর্কতা আগেই নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই প্রেক্ষিতে এই প্রজাতি নিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে বাংলার সরকার। নজর রাখা হচ্ছে বিমান যাত্রীদের ওপর।

এই নয়া করোনা প্রজাতি প্রতিরোধের লক্ষ্যে রাজ্য সরকার আন্তর্জাতিক বিমান যাত্রীদের উপর বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। অন্য দেশ থেকে কলকাতায় যাত্রীদের বিমান বন্দরে আরটিপিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলেও তাঁদের শারীরিক অবস্থার ওপর ভবিষ্যতে কিছুদিন নজর রাখার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর জেলা গুলিকে নির্দেশ দিয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সৌমিত্র মোহন জানিয়েছেন, বিমানবন্দরে আরটিপিসিআর নেগেটিভ আসা আন্তর্জতিক বিমানের যাত্রীদের এক সপ্তাহের জন্য নিভৃতবাসে থাকতে বলা হচ্ছে। ওই যাত্রীদের তালিকা সংশ্লিষ্ট জেলাশাসক ও কলকাতার পুলিশ কমিশনারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ওই সব যাত্রীদের শারীরিক অবস্থা সম্পর্কে স্থানীয় প্রশাসনকে নিয়মিত খোঁজ খবর নিতে বলা হয়েছে।

এদিকে, অষ্টম দিনে ওই সব যাত্রীরা যাতে পুনরায় করোনা পরীক্ষা করেন তাও নিশ্চিত করতে বলা হয়েছে। এই সময় তাঁদের কারও করোনা পজিটিভ রিপোর্ট এলে জেলা প্রশাসনকেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, এর আগেই করোনা ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্য সরকার কলকাতায় আগত অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

Leave a Reply