রাজ্যের তরফে স্বীকার করে নেওয়া হলো আবাস যোজনায় দুর্নীতির কথা

অবশেষে নতি স্বীকার করা হলো রাজ্য সরকারের তরফে। এর আগে অভিযোগ উঠেছিল বহুবার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে! হাইকোর্টে স্বীকার করে নিল রাজ্য সরকার। দুই মাসের মধ্যে বিষয়টি পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভার অন্তর্গত লোধান গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে পাননি ১৯৭ জন। আবেদনকারী নুরজার বানুর আইনজীবী রামকৃষ্ণ ভট্টাচার্যের অভিযোগ, চলতি বছরের আগস্ট মাসে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল, ওই গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৯৭ জন দরিদ্র মানুষ আবেদন করা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাচ্ছে না। পরিদর্শক এসে পরিদর্শন করে যাবার পরেও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ওই ১৯৭ জনের তালিকা পেশ করা হয়নি। ফলে তারা ওই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

আইনজীবীর এই সওয়ালের প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী আদালতে স্বীকার করেন এই ১৯৭ জনের তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা পাওয়া উচিত ছিল। এটা পর্যবেক্ষণ করে দেখা গেছে প্রশাসনিক ত্রুটি রয়েছে। প্রধান বিচারপতি প্রকাশক শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই সংক্রান্ত বিষয়ে আবেদনকারী প্রশাসনের কাছে অবিলম্বে আবেদন জানাবে সেই আবেদনের প্রেক্ষিতে ওই ১৯৭ জন আবেদনকারী যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা পান সে ব্যাপারে দু’মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে স্থানীয় প্রশাসন।

Leave a Reply