কেন্দ্রের তরফে বড় অংকের টাকা পেল রাজ্য সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতে আবাস যোজনার টাকা নিয়েও চলছে আন্দোলন। সেই আন্দোলনের আবহেই দীপাবলির আগে বাংলার জন্য মোটা টাকা বরাদ্দ করল কেন্দ্র।

উল্লেখ্য, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আদায় হওয়া কেন্দ্রীয় করের ৪১ শতাংশ রাজ্যের প্রাপ্য। দেশের সব রাজ্যের জন্য প্রায় ৭২,৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। তারমধ্যে বাংলার ভাগ্যে এসেছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা।

তবে সবচেয়ে বেশি টাকা পেয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। যোগী রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৩ হাজার ৮৮ কোটি টাকা। যা দেশের সমস্ত রাজ্যের চেয়ে বেশি।