রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিনিয়ত ভারতীয় রেল নিজেদের আরো উন্নত করার চেষ্টা চালাচ্ছে। এবার দিল্লিগামী বাংলার যাত্রীদের জন্য বড় সুখবর উঠে আসছে রেলের পক্ষ থেকে।
ভারতীয় রেলের পক্ষ থেকে দিল্লিগামী বিশেষ ট্রেন চালু করা হয়েছে। রেল সূত্রে খবর, দুটি স্পেশাল ট্রেন চলবে মালদহ টাউন, ভাগলপুর ও নিউ দিল্লির মধ্যে। ০৩৪১৩ মালদহ টাউন – নিউ দিল্লি স্পেশাল ট্রেন চলবে। মালদা টাউন থেকে এই ট্রেন ছাড়বে সকাল ০৭:১০ নাগাদ।
পরের দিন সকাল ৭:৩০ নাগাদ এই ট্রেনটি পৌঁছাবে নিউ দিল্লি। ০১,০৫ ও ০৮ এপ্রিল সকাল ১০:৩০ নাগাদ নিউ দিল্লি থেকে রওনা দেবে ০৩৪১৪ নিউ দিল্লি – মালদহ টাউন স্পেশাল। মালদা টাউনে এই ট্রেন পৌঁছাবে পরের দিন সকাল ৭:৫৫ নাগাদ।