রক্তদানের সংখ্যা বাড়াতে বড় উদ্যোগ নিলো রাজ্য সরকার। স্বেচ্ছায় রক্তদানে যাতে সাধারণ মানুষ আরও বেশি উৎসাহ পান সেই লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। স্বাস্থ্য দফতরের অধীন রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদ জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে রক্তদান শিবিরে রক্তদাতাদের খাবার বা টিফিনের জন্য বরাদ্দ ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৩ সালে রক্তদাতাদের জন্য বরাদ্দ খরচ ছিল ২৫ টাকা। সেই সময় তা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছিল। আর এ বার ৫০ টাকা থেকে এক ধাক্কায় ১০০ টাকা করা হল। উদ্যোক্তারা এই বরাদ্দ অর্থ রক্তদাতাদের আরও ভাল ভাবে আপ্যায়ন করতে ব্যবহার করতে পারবেন।
ফলে রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদান করতে আরও উৎসাহী হবেন। একই সাথে রক্তদানের হারও বাড়বে। সরকারের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “বিভিন্ন সমাজকল্যাণমূলক সংগঠনের সঙ্গে কথা বলার পর, রক্তদাতাদের জন্য রিফ্রেশমেন্টের খরচ বাড়ানো দরকার এই বিষয়ে আমি অবগত হই। বিধানসভায় আমি পর পর দু’দিন এই দাবি উত্থাপন করেছিলাম। এর পরই স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে”