চলতি মাসের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার

গত মাসেই সমাপ্ত হয়েছে বাংলার দুর্গোৎসব। একাধিক ছুটি পেয়েছিলো সরকারি কর্মীরা। তবে এবার চলতি মাসেও আরও বেশ কিছু ছুটি পেতে চলেছে সরকারি কর্মীরা। আগামী ১২ নভেম্বর রবিবার কালীপুজো। কালীপুজো রবিবার পড়ায় তারপর দুদিন ১৩ ও ১৪ নভেম্বর (সোম ও মঙ্গলবার) নবান্ন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে।

ওদিকে ১৫ নভেম্বর এবার ভাইফোঁটার ছুটি। তবে ১৫ নভেম্বর ওই একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। এই কারণে ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ টানা চার দিন ছুটি।

তবে এখানেই শেষে নয়। এ বার আবার ছটপুজোও পড়েছে রবিবার ১৯ নভেম্বর। ছট রবিবার পড়ায় ২০ নভেম্বর, সোমবার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য। ওদিকে ২৭ নভেম্বর সোমবার গুরু নানকের জন্মদিন। অর্থাৎ ছট ও নানকের জন্মদিনের সময়ও পরপর টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।