সাময়িক স্বস্তি মিলল রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম মোখা। অবশেষে গতকাল বিকেল গড়াতেই ঝাঁপিয়ে নামে বৃষ্টি।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, ডেবরা, নারায়নগড়-সহ একাধিক ব্লক এবং ঝাড়গ্রামের সাঁকরাইল, রোহিনী সহ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অপর দিকে মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। মোকার পরোক্ষ প্রভাবে বাড়তে পারে তাপমাত্রার পারদ।