বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় সামনে এল বড় খবর। নির্দেশ দিয়েছিল হাই কোর্টের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য!
জানা যাচ্ছে, শীর্ষ আদালতে এই নিয়ে আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই খবর এমন একটা দিন সামনে এসেছে যেদিন সন্দেশখালির সরবেড়িয়া থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। স্বাভাবিকভাবেই গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা।
এরপর জমি দখল, নারী নির্যাতন থেকে শুরু করে সন্দেশখালির যাবতীয় মামলার তদন্তের দায়িত্বও কেন্দ্রীয় এজেন্সির হাতে সঁপে উচ্চ আদালত। পাশাপাশি জানানো হয় গোটা বিষয়টি আদালত পর্যবেক্ষণ করবে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্ত করছিল সিবিআই। কিন্তু তার মাঝেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। শীর্ষ আদালত কী রায় দেয় সেটাই এবার দেখার।