ভিনরাজ্যের চুরির ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।সিকিমে চুরি করে শিলিগুড়িতে আশ্রয় নিয়েছিল চোরের দল।কয়েকঘন্টার মধ্যেই চার দুস্কৃতিকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ।দিন দিন চুরির ঘটনা বাড়ছে সিকিম রাজ্যে।কয়েকদিন আগেও সিকিমের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।গত ৭তারিখ এই নিয়ে সিকিমের রানীপুল থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রানীপুল থানার পুলিশ।ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সেই তথ্য আশেপাশের বিভিন্ন থানায় ছড়িয়ে দেয়।সেই তথ্যের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের নজরে আসে বিষয়টি।
সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া চোরদের শিলিগুড়িতে ঘোরাফেরা করতে দেখে প্রধান নগর থানার পুলিশ।এরপর বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে চারজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।প্রধান নগর থানার পুলিশ সূত্রে খবর,গতকাল ৭ই ডিসেম্বর সিকিমের রানীপুল থানা এলাকার বাসিন্দা প্রণব ছেত্রী নামে এক ব্যক্তি চুরির ঘটনায় অভিযোগ দায়ের করে।তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চারজনের হদিশ পায় রানীপুল পুলিশ।এরপরে সিকিম পুলিশ এই চার দুষ্কৃতীর খোঁজ শুরু করে কিন্তু ওই চার দুষ্কৃতীর সন্ধান পাচ্ছিল না কোনোভাবেই।তারপরে সিকিমের রানিপুল থানার পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সহায়তা চায়।
পুরো বিষয়টি শোনার পর তদন্তে নামে প্রধান নগর থানার পুলিশ।আর ঘটনার চার ঘন্টার মধ্যেই মিলে যায় সাফল্য।গোপন সূত্রের খবরের ভিত্তিতে,শিলিগুড়ির SNT Bus stand এলাকায় গা ঢাকা দেওয়া চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতদের নাম: বিকাশ সিং,তার বাড়ি মণিপুরে।নিখিল কুমার,জন সুব্বা,নীতেশ রাই।এদের তিনজনের বাড়িই রানীপুল এলাকায়।প্রধান নগর পুলিশ সূত্রে খবর,ধৃত বিকাশ সিং এবং নিখিল কুমারকে এর আগেও একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।ধৃতদের আজ রানিপুল থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে প্রধান নগর পুলিশ।