মুখ্যমন্রীর নতুন ঘোষণায় মিটতে চলেছে রাজ্যের ডাক্তারের অভাব

রাজ্যে ডাক্তারের অভাব মেটাতে নতুন পদ তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন রকম সমস্য নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, এসএসকেএম হাসপাতালের সঙ্গে টাটা ক্যান্সার সেন্টার যৌথ ভাবে কাজ শুরু করতে চলেছে৷ এ কথা আগেই ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে৷ নার্সদের দায়িত্ব এবং সম্মান বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন তিনি। তাঁদের পদোন্নতি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির চিকিৎসা পরিকাঠামোতেও বড় বদলের ঘোষণা করেন তিনি। রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে আরও উদ্যোগী হল রাজ্য সরকার।

ভালো কাজ করলে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় যে নার্সরা অভিজ্ঞ হবেন এবং যাঁরা ভালো কাজ করবেন, তাঁদেরকে নার্স থেকে ‘প্র্যাকটিশনার সিস্টার’ পদে পদোন্নতি দেওয়া হবে। তাঁর মতে, অনেক সময় এই প্র্যাকটিশনার সিস্টাররা চিকিৎসকের অভাব পূরণ করতে পারতে পারেন। এই সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশিকা অবশ্য তৈরি করে দেবে স্বাস্থ্য দফতর। পাশাপাশি হিডকোর চেয়ারম্যান ববি হাকিমকে তিনি বলেছেন, ১০ একর জমি খুঁজে বার করে দেওয়ার জন্য৷ যেখানে চিকিৎসক ও নার্সরা চাইলে হাউজিং করতে পারবেন৷ বিনামূল্য জমি দেবে সরকার৷ 

এ প্রসঙ্গে বলে রাখা ভাল, সিস্টারদের জন্য ‘প্র্যাকটিশনার’ পদটি একেবারে নতুন। এটা এতদিন চিকিৎসকদের জন্য ব্যবহৃত হত। নার্সরা সাধারণত ছোটখাটো ‘মেডিক্যাল সিদ্ধান্ত’ নিতে পারেন না। তাঁদের চিকিৎসকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। প্র্যাকটিশনার  নার্স  হলে চিকিৎসা সংক্রান্ত বহু সিদ্ধান্ত সিস্টাররা নিজেরাই নিতে পারবেন বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এহেন ঘোষণায় খুশি নার্স মহল। তাঁদের কথায়, “আইনগত সমস্যা না থাকলে আমাদের এই দায়িত্ব নিতে কোনও অসুবিধা নেই।” রাজ্য বহু দিন ধরেই মহিলাদের পাশাপাশি পুরুষদেরও নার্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার সেই ব্যবহার আরও বাড়ানোর হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পূর্বের ঘোষণা মতোই এদিন এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো মনিটরিংয়ে বসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরসভার পুরপ্রসাসক ফিরহাদ হাকিম, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমও। এবার কাজও হতে চলেছে কথা মতো।

Leave a Reply