দীর্ঘ সময় ধরে করোনা আবহে বন্ধ ছিলো অনেক কিছু৷ এবার ধীরে ধীরে পরিস্থিতি আগের জায়গায় ফিরতে চলছে৷ এই পরিস্থিতিতে বন্ধ ছিলো অধিবেশনও৷ আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে৷ অধিবেশনের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার সব পরিষদীয় দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন৷ এরপর কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে৷ তৃণমূল কংগ্রেসের সব বিধায়কই উপস্থিত থাকবেন। সুতরাং চলবে প্রশ্নোত্তর পর্ব। দুপুর দুটোয় অধিবেশন শুরু হয়ে শোক প্রস্তাব গ্রহণের পরে তা দিনের মতো মুলতুবি হয়ে যাবে৷ খাতায়-কলমে ১৮ দিনের অধিবেশন হলেও উৎসবের ছুটি থাকায় এখনও পর্যন্ত আট দিন অধিবেশন বসবে বলে স্থির হয়েছে৷ তৃণমূল কংগ্রেসের সব বিধায়কই উপস্থিত থাকবেন। সুতরাং চলবে প্রশ্নোত্তর পর্ব।
করোনাভাইরাসের জন্য অধিবেশন পর্ব থমকে গিয়েছিল। ২০২০ সালের ২২ মার্চ জনতা কার্ফু শুরু হয়েছিল দেশে। তারপর রাজ্যে ২৩ মার্চ লকডাউন ঘোষণা হয়েছিল। তার কয়েকদিন আগেই বিধানসভায় বন্ধ হয়েছিল প্রশ্নোত্তর পর্ব। এবার ২ নভেম্বর, মঙ্গলবার বিধানসভায় ফিরছে প্রশ্নোত্তর পর্ব। ইতিমধ্যেই তার প্রস্তুতি সাড়া হয়েছে। ইতিমধ্যেই বিধায়করা তাঁদের নির্দিষ্ট প্রশ্ন জমা দিয়েছেন বলে খবর। বিধানসভার নিয়মা, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করতে হয়। আর লিখিত বা মৌখিক উত্তর দরকার প্রশ্নকর্তা বিধায়কের। সেটাও আবেদনপত্রে উল্লেখ করতে হয় বিধায়কদের। তবে সবটা খতিয়ে দেখেন বিধানসভা কর্তৃপক্ষ।