আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকলের চোখের আড়ালে গোপনে তাঁর বাড়িতে ঢুকে পড়েন তিনি। কখন তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন তা এখনও জানা সম্ভব হয়নি৷ তবে মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর ঢুকে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার সকালে।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা সকালে ওই ব্যক্তিকে দেখতে পেয়েই কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেন। ওই ব্যক্তির পরিচয় বা উদ্দেশ্য তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী ভাবেই বা নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে তিনি বাড়ির ভিতরে ঢুকে পড়লেন, তাও অজানা।
লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘এক সন্দেহভাজন ব্যক্তি কোনও অজানা উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন। রবিবার সকালে নিরাপত্তাররক্ষীদের নজরে আসার পরই তাঁকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর বাড়ি সহ গোটা এলাকার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।’
রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রয়েছে জেড ক্যাটাগরির সুরক্ষা৷ তাঁর বাড়ির চারিদিক ঘিরে রাখেন সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা। মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে অনেক সিসিটিভি ক্যামেরাও রয়েছে৷ এই মজবুত নিরাপত্তা বলয় ভেঙে কী ভাবে একজন ব্যক্তি ৩৪বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে অন্দরে ঢুকে পড়লেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তি কী মতলবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন তাও জানার চেষ্টা চলছে৷ ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ৷