কোচবিহার জেলায় ১২৮টি গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল মঙ্গলবার।এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন,জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার কর্মসূচি প্রসঙ্গে আব্দুল জলিল আহমেদ জানান এর আগেও নির্মল বাংলা বলে একটি প্রকল্প আরম্ভ হয়েছিল,এটি দ্বিতীয় ধাপ।বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন করা হচ্ছে জেলা পরিষদের পক্ষ থেকে। এই প্রকল্প যাতে সঠিকভাবে কার্যকর হয় সে বিষয়েই নজর রাখা হবে। প্রকল্পের কাজ যেন দ্রুত চালু করা যায় সেই বিষয় নিয়েই এইদিনের এই ওয়ার্কশপ
Related Posts
কোচবিহার ল্যান্সডাউন হলে বিমানবন্দর নিয়ে আলোচনা সভা
কোচবিহার বিমানবন্দর নিয়ে ল্যান্সডাউন হলে একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কদিয়ান। এদিনের সভায় উপস্থিত ছিলেন কোচবিহারের একাধিক আধিকারিকরা। মূলত কিছু অসমাপ্ত কাজ কিভাবে অতি দ্রুত সম্পন্ন করা যায় এবং সেই সাথে আরও একটি বিমান চালানোর পরিকল্পনা কিভাবে…
মদ-জুয়া ও লটারির বন্ধ করার দাবিতে সাংবাদিক বৈঠক ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার
দিনহাটায় সাংবাদিক বৈঠক করে মদ-জুয়া নিষিদ্ধের দাবী জানাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সোমবার দুপুরে দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। মদ-জুয়া সমাজের ভারসাম্য নষ্ট করছে, তাই সরকার অবিলম্বে এইগুলো নিষিদ্ধ ঘোষণা করুক। সাংবাদিক সম্মেলন করে এমনই দাবী করলেন ওয়েলফেয়ার…
শুরু হল কোচবিহার মহিলা জেলা ফুটবল লিগ
জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত তৃতীয় বৎসর মহিলা জেলা ফুটবল লিগ কাম নকআউট প্রতিযোগিতা শুরু হলো বলরামপুরে।জেলার গৌরব ভারতীয় মহিলা ফুটবল দলের ( অনুর্ধ ১৯) সদস্য তানিয়া কামতি এইদিন জেলা ফুটবল লীগের শুভ সুচনা করেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ…