আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের শুভ সূচনা হলো বুধবার সকালে। এদিন সকালে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক বার্তা সম্বলিত ট্যাবলো সমেত শোভাযাত্রা বের করা হয় জটেশ্বরে। শোভাযাত্রা গোটা জটেশ্বর বাজার এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এদিন উপস্থিত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবীর রায় চৌধুরী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Related Posts
খুদে টেবিল টেনিস খেলোয়াড় সঙ্গে ৮০ তম জন্মদিন পালন করলেন ভারতী ঘোষ
শিলিগুড়ি শহরের টেবিল টেনিসের অন্যতম নাম ভারতী ঘোষ। আজ তাঁর ৮০ তম জন্মদিনে আপ্লুত “বঙ্গরত্ন” ভারতী ঘোষ। ভক্তদের ভালোবাসায় আরও বেঁচে থাকার আশা প্রকাশ করেন তিনি। আজ এক ঝাঁক খুদে টেবিল টেনিস খেলোয়াড় ও তাদের অভিভাবকেরা সকলে মিলে শিলিগুড়ির দেশবন্ধু…
রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণার সুযোগ পেয়ে আমেরিকায় যাচ্ছে সুরঞ্জনা
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ার বাসিন্দা পেশায় চিকিৎসক সুখময় দাম। স্ত্রী সংযুক্তা সরকার দাম শিক্ষিকা। তাদের একমাত্র কন্যা সুরঞ্জনা দাম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। বর্তমানে সুরঞ্জনা কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটের পড়ুয়া। সম্প্রতি সুরঞ্জনা আমেরিকায়…
MGM Healthcare sets up a comprehensive multi-specialty clinic in Siliguri with Balaji Healthcare
MGM Healthcare, a leading quaternary care super-specialty hospital, has setup its first-ever multi-specialty outreach clinic in Siliguri. This will allow residents of Siliguri and adjoining areas to have access to expert healthcare solutions under one roof from MGM Healthcare, Chennai.…