আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের শুভ সূচনা হলো বুধবার সকালে। এদিন সকালে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক বার্তা সম্বলিত ট্যাবলো সমেত শোভাযাত্রা বের করা হয় জটেশ্বরে। শোভাযাত্রা গোটা জটেশ্বর বাজার এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এদিন উপস্থিত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবীর রায় চৌধুরী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Related Posts
কোচবিহারে জল মিশন প্রক্লপ নিয়ে বিশেষ ওয়ার্কশপ
জল মিশন প্রক্লপ নিয়ে বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে।এদিন কোচবিহার রবীন্দ্রভবনে তিনটি ব্লককে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, সহকারি সভাধিপতি আব্দুল জলিল…
কোর্ট মোড় থেকে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা সারলেন মেয়র ও বাস মালিকেরা
শিলিগুড়ির কোর্ট মোড় থেকে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করলে বিপাকে পরবে বেসরকারি বাস মালিক ও চালকরা। এতে বন্ধ হয়েও যেতে পারে কোর্ট মোড় থেকে মহকুমা এলাকার বেসরকারি বাস পরিষেবা। সোমবার এমনটাই উদ্বেগ প্রকাশ করলো বেসরকারি বাস চালক ও মালিক সংগঠন।…
বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল শিলিগুড়ির ডিকোড মার্কেট
সোমবার সকালে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের ডিকোড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল চলে আসায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে ওই মার্কেট চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখেন ওই…