বিনা ভোটে জয় লাভ হলো রাজ্যের শাসক দলের

চলতি মাসের শেষ দিনে পুরসভা ভোট রাজ্যে। তার আগেই জয় প্রাপ্তি রাজ্যের শাসক দলের। পুরসভা ভোটের আগেই দুটি পুরসভা দখল করে নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বজবজ এবং সাইথিয়া পুরসভা দখল করে নিয়েছে তারা। বজবজের ১২ টি ওয়ার্ডে বিরোধী প্রার্থীই নেই বলে জানা গিয়েছে। অন্যদিকে, সাইথিয়া পুরসভায় ১৩ টি ওয়ার্ডে নেই বিরোধী প্রার্থী বলে খবর। আর তাই এই দুটি পুরসভা ভোটের আগেই চলে গেল ঘাসফুল শিবিরের দখলে।

আগামী ২৭ ফেব্রুয়ারি যে ১০৮ পুরসভায় ভোট হওয়ার কথা তার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। আর আজকেই প্রমাণিত হয়ে গেল যে ইতিমধ্যেই ২ টি পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, সাইথিয়া পুরসভার ভোটের জন্য ১৬ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৩ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল বামেরা। বাকি কোনও ওয়ার্ডে বিরোধী প্রার্থী ছিল না। তাই নির্বাচনের আগেই সেটা চলে গেল তৃণমূল কংগ্রেসের কাছে। কার্যত একই চিত্র বজবজে। সেখানেও কোনও বিরোধী প্রার্থী নেই। তাই বিনা লড়াইয়ে এই দুই পুরসভা জিতে নিল বাংলার শাসক শিবির।

উল্লেখ্য, ২৭ তারিখের ভোটগ্রহণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ১০৮ পুরসভাতে। তবে পুরভোটে প্রচারের সময়সীমা বাড়িয়েছে তারা। শেষ প্রচারের সময়সীমা ৭২ ঘণ্টা থেকে কমিয়ে তা করা হয়েছে ৪৮ ঘণ্টা। কিন্তু এই দুই পুরসভা তৃণমূলের দখলে চলে যাওয়ার কারণে সেদিন ভোট হতে চলেছে ১০৬ পুরসভায়।