নতুন বিচারপতির বেঞ্চে শুনানি হলো আরজি কর মামলার

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রায় এক মাস পর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নেওয়ার পর দেশের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার শুনানি হল।

প্রথমেই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর নিম্ন আদালতে এই মামলা কী অবস্থায় রয়েছে সেটা জানতে চায় সর্বোচ্চ আদালত। অভিযুক্তের নিজের আইনজীবী রয়েছে নাকি লিগ্যাল সার্ভিসেস থেকে নিয়োগ করা হয়েছে জিজ্ঞেস করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

একইসঙ্গে নির্যাতিতার পরিবারের তরফ থেকে দ্রুত বিচারের আবেদন জানানো হয়। এদিন আরজি কর মামলার শুনানিতে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করে সিবিআই। আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা জানতে চান প্রধান বিচারপতি। আগামী ১৭ মার্চ ফের আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।