স্বস্তি মিলছে দেশের সুস্থতার সংখ্যায়

বেশ খানিকটা স্বস্তি মিলল করোনা দেশের সংক্রমনের সংখ্যায়। মৃত্যুর সংখ্যা কমলেও তা নিয়ে চিন্তা এখনও রয়ে যাচ্ছে। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৩৫ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান।

শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের, যা আগের তুলনায় অনেকটাই কম। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে ৪ লক্ষ ৭৮ হাজার ৮৮২ জন কোভিড আক্রান্ত রয়েছেন। দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ১৬ লক্ষ ৭৭ হাজার ৬৪১। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯১ হাজার ৯৩০ জন। পাশাপাশি দেশের পটিজিভিটি রেট নেমে এসেছে ৩.১৯ শতাংশে। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭২ কোটি ৯৫ লক্ষ ৮৭ হাজার ৪৯০ ডোজ। দেশের সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৮ শতাংশে।

এদিকে সাধারণ জনতা এখনই বুস্টার ডোজ পাবেন না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কেন্দ্রের বক্তব্য, করোনা সংক্রমণের হার ক্রমশ কমছে রাজ্যে রাজ্যে। তাই এখনও বিজ্ঞানসম্মত ভাবে পরিষ্কার নয় যে সকলের বুস্টার ডোজ প্রয়োজন। বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজ্ঞানীরা। তবে যদিও তা কখনও দেওয়া হয় তবে তা ধাপে ধাপেই দেওয়া হবে বলে জানান হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে যে, এই মুহূর্তে দেশে প্রথম ডোজ নিয়ে ফেলেছেন ৯৬ শতাংশ মানুষ, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭০ শতাংশ।