শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে নতুন করে আশায় দিন গুণতে শুরু করেছেন আবেদনকারী প্রার্থীরা।

অপেক্ষার সুফল পেতে চলেছেন তাঁরা। প্রসঙ্গত এর আগে দু-দুবার স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ করলেও দুর্নীতির অভিযোগে তা বাতিল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে নিয়োগের ছাড়পত্র দেওয়ার পর চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। আর তার চার সপ্তাহের মধ্যেই নিয়োগ করিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া করতে বলা হয়েছিল।

এবার ওয়েটিং লিস্টের প্রার্থীদের জন্যই দেওয়া হল কাউন্সিলিং-এর নোটিশ। এবার সেই মতোই ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যেই চাকরি প্রার্থীদের ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। প্রায় ৫ হাজার ২১৭ জন চাকরিপ্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছেন।