বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারি কর্মীরা ডিএ-র দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়েই সরকার বিরোধী স্লোগান তুলল। যা একেবারেই নজিরবিহীন এক ঘটনা। এক যুগে এই প্রথম হল।
প্রসঙ্গত, বিগত কিছু মাস থেকে ডিএ ইস্যুতে উত্তাল রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। দিন দিন বৃহৎ থেকে বৃহত্তর আঁকার ধারণ করছে তাদের আন্দোলন-অনশন। ডিএ আন্দোলনের ১০০তম দিন। এই উপলক্ষেই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে মহানগরের মাটিতে মহামিছিলের ডাক দিয়েছেন সরকারি কর্মীরা।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে এই মিছিল করতে চেয়ে অনুমতি চাইলেও রাজ্য পুলিশ কোনোও রকম অনুমতি দেয়নি। পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনকারীরা। তাতেই হয় সুরাহা। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলা উঠলে শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দেন বিচারপতি। সবমিলিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।