গৃহীত হল না প্রস্তাব, মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সায় নেই বিশেষজ্ঞ কমিটির

সম্প্রতি এক ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে জুড়ে চিকিৎসকের চাহিদা মেটাতে চিকিৎসকদের জন্য তিন বছরের ডিপ্লোমা কোর্সের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের জন্য কোনো ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না তা খতিয়ে দেখার কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো।

তবে এবার মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবে সায় নেই রাজ্য সরকারেরই বিশেষজ্ঞ কমিটির। এই নিয়ে প্রথম পর্যায়ের বৈঠকের পর সব পক্ষের মত, ৩ বছরের ডিপ্লোমা কোর্সে ডাক্তার তৈরী করা সম্ভব নয়। বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে তাদের মতে, ডিপ্লোমা কোর্সে চিকিৎসকের সহায়ক তৈরি করা যেতে পারে, তবে চিকিৎসক নয়।

সূত্রের খবর, কমিটির মতামত আগামী ৩০ দিনে রিপোর্ট আকারে জানানো হবে মুখ্যমন্ত্রীকে। ‘এই চিকিৎসকের সহায়কের কোনও ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না। পাশাপাশি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রাথমিক চিকিৎসায় সহায়তা করতে পারবেন শুধুমাত্র’, এমনই মত বিশেষজ্ঞ কমিটির সদস্যদের। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে গঠিত এই বিশেষ কমিটিতে রয়েছেন ১৪ জন সদস্য।