সন্দেশখালিতে সভা করবেন প্রধানমন্ত্রী

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এর মাঝেই আগামী ৬ মার্চ রাজ্যে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর ২৪ পরগনারই বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে।

সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের নিয়ে বিরাট পরিকল্পনা রয়েছে বিজেপির। প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত করানো হবে সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের। তাদের জন্য আলাদা মঞ্চের ব্যবস্থা করা হবে। সেখানেই বসানো হবে তাদের। মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তারা।

ওদিকে আগামী ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বঙ্গ সফরে এসে নদিয়ার মায়াপুরে ইস্কনের মন্দিরে যাওয়ার কথা ছিল তার। পাশাপাশি রানাঘাট-সহ আশপাশের কয়েকটি লোকসভার বিজেপি নেতৃত্বের সঙ্গে শাহ বৈঠক করবেন বলেও শোনা যাচ্ছিল। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই সফর বাতিল হয়েছে। s